এখনও দেশে অপ্রাপ্তি আছে, অনেক বৈষম্য আছে: ইনু
স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৩ ১০:৪৪
২৬ মার্চ ২০২৩ ১০:৪৪
ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘৫২ বছর হয়ে গেল, সব শত্রুর মুখে ছাই দিয়ে মাথা উঁচু করে দীপ্ত পদক্ষেপে বাংলাদেশের মানুষ এগিয়ে চলেছে। এটাই সবচেয়ে বড় অর্জন। তবে এখনও দেশে অপ্রাপ্তি আছে, অনেক বৈষম্য আছে। এগুলো দূর করতে হবে।’
রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন করে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন ইনু।
সাংবিধানিক ধারা রক্ষা করলে দেশের সব সমস্যা সমাধান করা যাবে বলেও আশা প্রকাশ করেন জাসদ সভাপতি। হাসানুল হক ইনু বলেন, ‘রাজনৈতিক কর্তব্য পালন করার পাশাপাশি অন্য সব সমস্যা আমরা মোকাবিলা করবো।’
স্মৃতিসৌধে এসময় জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএইচএইচ/এমও