Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রযোজকের বিরুদ্ধে শাকিব খানের আরেক মামলা, তদন্তে পিবিআই

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৩ ১৪:২৯

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে মোহাম্মদ রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক নায়ক শাকিব খান।

সোমবার (২৭ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত নায়ক শাকিব খানের করা মামলার অভিযোগ বিষয়য়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন। আগামী ৬ জুন এই মামলায় প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে হত্যার হুমকি ও চাঁদাদাবির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেন শাকিব খান। এরপর নায়ক শাকিব খান ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে যান। তবে সেদিন মামলা দায়েরের সময় অতিবাহিত হওয়ায় তিনি মামলা করতে পারেননি।

জানা যায়, এর আগে একাধিকবার চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানা মামলা গ্রহণ না করে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলায় রহমত উল্লাহর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন শাকিব খান। শাকিবের দাবি, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুন্ন ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

আরও পড়ুন: আরও মামলা করতে আদালতে নায়ক শাকিব খান

সারাবাংলা/এআই/ইআ

টপ নিউজ শাকিব খান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর