বরিশালে বজ্রপাতে শ্বশুর-জামাইয়ের মৃত্যু
২৭ মার্চ ২০২৩ ১৭:০৩
বরিশাল: গজারিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে (২৭ মার্চ) এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের শহিদ বিশ্বাস (৬৯) ও তার জামাই মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহিদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।
চর এককরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ রফিক হোসেন জানান, রোববার রাতে তারাবির নামাজ শেষে খাবার খেয়ে শ্বশুর ও জামাই ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরতে যান। সকালে পরিবার থেকে তাদের মোবাইলে একাধিকবার কল দিলেও তা বন্ধ পায়। পরে পাশের নৌকায় থাকা জেলেদের মোবাইল করে তাদের খবর নিতে বলা হয়।
তিনি আরও জানান, সকালে জেলেরা ওই নৌকার কাছে গিয়ে ঝলসানো অবস্থায় শহিদ ও রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পরিবারের সদস্যদের জানান। ভোরে কোনো এক সময় বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়েছে।
মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. মজিবর রহমান বলেন, ‘ডিঙ্গি নৌকা নিয়ে নদীতে মাছ শিকারে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় উভয়ের মরদেহ দাফনের সিদ্ধান্ত দেওয়া হয়েছে।’
সারাবাংলা/পিটিএম