Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার কোনো কাজে আসবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৩ ১৫:৩১

ঢাকা: সরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার সাধারণ মানুষের কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লা‌বের আব্দুস সালাম হ‌লে ‘স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যস্ত স্বাস্থ‌্য ব‌্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস ‌এসোসিয়েশন অব বাংলা‌দেশ (ড‌্যাব)’ এ আলোচনা সভা আয়োজন করে।

সরকারি হাসপাতালে ডাক্তারদের প্রাইভেট চেম্বার খোলার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘একটা সার্কুলার বেড়িয়েছে যে, আগামী ৩০ মার্চ থেকে বিকেল ৩টার পর সরকারি হাসপাতালে ডাক্তাররা প্রাইভেট চেম্বার করতে পারবেন। সরকারের দলীয় লোকদের পকেট ভারি করার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রাইভেট চেম্বার সাধারণ মানুষের কোনো কাজ আসবে না।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতের এই দুরবস্থা হয়েছে মূলত দলীয়করণে ফলে। এই দলীয়করণের ফলেই সাধারণ মানুষ রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কেউ কেউ আবার দলীয় পরিচয় দিয়ে যা ইচ্ছা তাই করছে। এতে করে সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা পাচ্ছে না।’

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ বলেন, ‘যারা স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে, তারা কখনও নতুনভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে পারবে না। গণতন্ত্র যারা হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিত পারে না। অর্থনীতিকে যারা ধ্বংস করেছে, তারা কখনও অর্থনীতি মেরামত করতে পারবে না। অতএব তাদের যত দ্রুত বিদায় করা যায়, তত দ্রুত জাতি এবং দেশের কল্যাণ হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সরকার হঠাতে গণঅভ্যুত্থান প্রয়োজন। বাংলাদেশে এই গণঅভ্যুত্থান খুব দ্রুতই হবে। সেই গণঅভ্যুত্থানে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে।’

ডক্টরস ‌এসোসিয়েশন অব বাংলা‌দেশ (ড‌্যাব) -এর সভাপ‌তি অধ‌্যাপক ডা. হারুন আল র‌শিদের সভাপ‌তি‌ত্বে সভায় বক্তব্য দেন বিএন‌পির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা সাংবা‌দিক ইউনিয়নের সভাপ‌তি কা‌দের গ‌নি চৌধুরী, ড্যাবের মহাসচিব ডা. মো আব্দুস সালামসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও

টপ নিউজ ড. খন্দকার মোশাররফ হোসেন সরকারি হাসপাতাল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর