Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম আলোর শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৩ ২০:১৬

শামসুজ্জামান শামস

ঢাকা: ঢাকার সাভারে কর্মরত দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গোলাম কিবরিয়া নামের এক যুবক বুধবার (২৯ মার্চ) দুপুর দুইটার দিকে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রথম আলোর করা নিউজটি দেখে ওই ব্যক্তি সংক্ষুব্ধ হয়েছেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান সারাবাংলাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা রুজ্জু করা হয়েছে। মামলায় একজন আসামি হয়েছে। তদন্তে আরও কেউ জড়িত খাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে ।

উল্লেখ্য, বুধবার (২৯ মার্চ) ভোর ৪ টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয়ে শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

সারাবাংলা/ইউজে/ এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর