দাম কমেছে বেগুন-শসার
৩১ মার্চ ২০২৩ ১৫:৪১ | আপডেট: ৩১ মার্চ ২০২৩ ১৬:৫৯
ঢাকা: রোজার দ্বিতীয় সপ্তাহে বাজারে বেগুন শসাসহ বেশিরভাগ সবজির দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে বেগুন, শসা ও কাঁচা মরিচের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে।
শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁও, শ্যামলী কল্যাণপুর ও মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
এদিন সকালে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের সবজি বিক্রেতা কাশেম আলী সারাবাংলাকে বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেশিরভাগ সবজির দাম কমেছে। আজ গোল আকৃতির বড় সাইজের বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, আর সাদা বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। যা গত সপ্তাহে বিক্রি করেছি ১২০ ও ১০০ টাকা কেজি। শসা বিক্রি করছি (দেশি) ৬০ টাকা কেজি, আর হাইব্রিড শসা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’
এছাড়া কাঁচামরিচ ১০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০ টাকা। লেবু ৪০ টাকা হালি, পটল ৭০-৮০ টাকা, ঢেড়শ ১০০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, করলা ৯০-১০০ টাকা, আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি করছেন এই বিক্রেতা।
শ্যামলী কাঁচা বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ বেলাল সারাবাংলাকে জানান, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে সবজির দাম কিছুটা নমনীয়। তিনি আজ বড় সাইজের বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা কেজি দরে বিক্রি করছেন। আর শসা ৭০-৮০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরেও একই চিত্র দেখা গেছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটের সবজি বিক্রেতা শওকত মিয়া সারাবাংলাকে বলেন, ‘আজ বেগুন ৮০ টাকা, শসা ৬০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি করছি। গত সপ্তাহের এই সবজিগুলোর দাম কেজি প্রতি ২০-৩০ টাকা কমেছে।’
তিনি আরও বলেন, ‘এখন বাজারে সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পটল, ঝিঙা, ঢেঁড়শ, চিচিঙ্গা, করলা, লেবু, আলুসহ সব ধরনের সবজির দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা কম।’
সারাবাংলা/কেআইএফ/এমও