Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলের শেষ সেট পৌঁছালো উত্তরা ডিপোতে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৩ ২৩:২২ | আপডেট: ১ এপ্রিল ২০২৩ ১১:৫৫

ঢাকা: এমআরটি লাইন-৬ এর আওতায় মেট্রোরেলের সব শেষ সেট দিয়াবাড়ীর ডিপোতে পৌঁছেছে। শুক্রবার (৩১ মার্চ) মেট্রোরেলের ২৪ নম্বর সেটটি তুরাগ নদের নতুন নির্মিত জেটিতে পৌঁছায়। সেখান থেকে সেটিকে ডিপোয় নেওয়া হয়। আর এর মধ্য দিয়ে মেট্রোরেলের সবগুলো সেট যুক্ত হলো।

ডিএমটিসিএল সুত্রে জানা যায়, এই ট্রেন সেটটির দুই পাশে দুই ইঞ্জিন কোচ থাকবে। এর যাত্রী ধারন ক্ষমদা মাঝের চার কোচের তুলনায় কম হবে। ডিএমটিসিএল এর পরিচালক জাকারিয়া গনমাধ্যমকে জানিয়েছেন, প্রতিটি সেটে ইঞ্জিনসহ ছয়টি করে কোচ থাকবে। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী মার্চের মধ্যেই সবগুলো কোচ বাংলাদেশের কথা ছিলো। মেট্রোর ১৪৪ টি কোচের সবগুলোই ডিপোতে চলে এসেছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী, প্রকল্পের আট নম্বর প্যাকেজের আওতায় রেল কোচ ও ডিপো সংগ্রহ করা হচ্ছে। এ প্যাকেজের বাস্তব কাজ শুরু হয় ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর। সবশেষ ২৪ তম সেটটি জাপানের কোবে বন্দর থেকে গত ১৮ ফেব্রুয়ারি জাহাজযোগে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা করে।

এমআরটি লাইন- ৬ এর আওতায় উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার উড়াল রেল পথের পৌনে ১২ কিলোমিটারের কাজ শেষে গত ২৮ ডিসেম্বর এর উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। এর একদিন পরেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রেলপথে যাত্রী চলাচল শুরু হয়। এই পথে মোট ২৪ সেট রেল চলাচল করবে।

সারাবাংলা/জেআর/একে

দিয়াবাড়ী মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর