উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে বৃদ্ধ নিহত
১ এপ্রিল ২০২৩ ১৪:০২
কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তের গুলিতে সৈয়দ আলম (৬১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় তাইফুর (১২) নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে।
শুক্রবার মধ্যরাতে রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ ঘটনা ঘটে।
শনিবার (১ এপ্রিল) সকালে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সৈয়দ আলম ৮ নম্বর ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা। আহত তাইফুর ৫ নম্বর ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মোহাম্মদ আলী বলেন, ‘শুক্রবার মধ্যরাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। গোলাগুলির খবরে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ এবং এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত শিশুকে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
সারাবাংলা/ইআ