Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৩ ২৩:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: রাজশাহীর বাগমারায় ট্রাকচাপায় মিলন হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই-ভবানীগঞ্জ সড়কের শিকদারীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিলন হোসেনের (২২) বাড়ি উপজেলার সাঁকোয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মিলনের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মিলনকে উদ্ধার করেন। কিন্তু উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) এখলাশ উদ্দিন জানান, দুর্ঘটনার পরই ট্রাকটি রেখে চালক পালিয়ে গেছে। তবে চালকের সহকারীকে স্থানীয় লোকজন আটক করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

নিহত মোটরসাইকেল আরোহী রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর