আফতাবনগরে লোহার পাইপের আঘাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু
২ এপ্রিল ২০২৩ ১৩:১৬
ঢাকা: ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপের আঘাতে লাল চান (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আফতাবনগর এইচ ব্লকে এই ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মৃত লাল চান ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার গোস্তাগলি গ্রামের আ. কুদ্দুসের ছেলে। রামপুরাতেই থাকতেন তিনি।
সহকর্মী সুজাত মিয়া জানান, তারা এক মাস ধরেসেখানে কাজ করতেন। সকাল কাজ করার সময় পাইলিংয়ের লোহার একটি পাইপ লালচানের মাথায় সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও