Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওপেক প্লাসের সিদ্ধান্তে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৩ ১৪:১৯

আন্তর্জাতিক জ্বালানি তেল বাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রক জোট ওপেক প্লাস আকস্মিক উৎপাদন হ্রাসের ঘোষণা দিয়েছে। এর তাৎক্ষণিক প্রভাব পড়েছে বিশ্ববাজারে। তেলের দাম বেড়েছে ৮ শতাংশ পর্যন্ত।

সোমবার (৩ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের ফিউচার বেড়েছে ৫.০৭ শতাংশ পর্যন্ত, ফলে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে প্রায় ৮৪ ডলার দরে। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচার ৫.১৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৯ ডলারের বেশি দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

ওপেক প্লাসের ঘোষণা অনুযায়ী আগামী মে মাস থেকে দৈনিক ১১ লাখ ৬০ হাজার ব্যারেল তেল উৎপাদন কমানো হবে। ওপেক প্লাসের নেতা সৌদি আরব এই সিদ্ধান্তকে বাজার স্থিতিশীল করতে সতর্কতামূলক ব্যবস্থা বলে বর্ণনা করেছে।

ওপেক প্লাসের তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত এসেছে সদস্যদের যৌথ সিদ্ধান্তে। রুশ উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এক ঘোষণায় জানিয়েছেন, ২০২৩ সাল পুরোটা সময় দৈনিক ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। মূলত মার্কিন ও ইউরোপীয় ব্যাংকগুলোর দুর্বলতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে সৃষ্ট মন্দা আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার মতোই সৌদি আরবও দৈনিক ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দৈনিক ১ লাখ ৪৪ হাজার ব্যারেল তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত জানায়। এছাড়া জোটের অন্য সদস্য যেমন কুয়েত, ওমান, ইরাক, আলজেরিয়া ও কাজাখিস্তানও তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নেয়।

সারাবাংলা/আইই

ওপেক প্লাস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর