বিএনপি ভোটে আসুক: কৃষিমন্ত্রী
৩ এপ্রিল ২০২৩ ১৬:১১
ঢাকা: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীন। তারা তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে। তাদের সিদ্ধান্তেই ব্যালটে ভোট হবে। আগামী নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে। ইভিএমে ভোট না হওয়ায় নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বিএনপি মূল বিরোধী দল। আমরা চাই তারা ভোটে আসুক।
সোমবার (৩ এপ্রিল) সচিবালয়ে সার বিষয়ক জাতীয় সমন্বয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘জাতির প্রত্যাশা নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য হবে। আমরা ইভিএম চাচ্ছিলাম ভোটটাকে আরও সুষ্ঠু করার জন্য। কারণ এটি আধুনিক প্রযুক্তি। সেজন্যই আমরা ইভিএম চেয়েছিলাম। সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল ইভিএম ব্যবহারের। পাশের দেশেও এটা হয়। কিন্তু এত অল্প সময়ের মধ্য ইভিএম মেশিন যোগাড় করা কঠিন হয়ে পড়েছে।’
তিনি বলেন, ‘আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আর্থিক সংকটের কারণে আমাদেরও নানা চাপ সামাল দিতে হচ্ছে। নির্বাচন কমিশন স্বাধীন, তারা তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে যে, এবার ব্যালটেই ভোট হবে। বিএনপি মূল বিরোধী দল। তারা ভোটে আসুক। ব্যালটে ভোট হওয়ায় নির্বাচনে আসার সিদ্ধান্ত নিতে তাদের আরও সহজ হবে। তবে বিএনপিকে ভোটে আনার জন্য ইভিএম বাদ দিয়ে ব্যালটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটি নয়।’
সারাবাংলা/ইএইচটি/ইআ