বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা ও বিমানবাহিনী
৪ এপ্রিল ২০২৩ ০৯:২৯
ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল যোগ দিয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।
এরইমধ্যে বঙ্গবাজারে লাগা আগুন ছড়িয়ে পড়েছে চারপাশে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবাজার, মহানগর, আদর্শ ও গুলিস্তান মার্কেট আগুনে পুড়ে গেছে। এখন অ্যানেক্স মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকালে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ১২ মিনিটে। এরপর একে একে আরও ৪৯টি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সারাবাংলা/এমও