পুলিশ সদর দফতরে আগুন: সাময়িক বন্ধ জাতীয় জরুরি সেবা ৯৯৯
৪ এপ্রিল ২০২৩ ১৩:১০
ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন এরইমধ্যে ছড়িয়ে পড়েছে পুলিশ সদর দফতরের ব্যারাকে। এর কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ হেড কোয়ার্টার।
মঙ্গলবার (৪ এপ্রিল) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) মো. মঞ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ দিন বেলা ১১টা ২৫ মিনিটে আগুন লাগে পুলিশ ব্যারাকে। এতে বেশ কয়েকটি কক্ষ পুড়ে গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার জানান, পুলিশ হেড কোয়ার্টারের ভেতরে পুলিশ ব্যারাকের চার তলা ভবনে আগুন লেগেছে। এতে ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে। ১১টা ১৫ মিনিটে জলকামান এসেছে। ফায়ার সার্ভিসও পানি দিচ্ছে। এই ভবনটি মহানগর শপিং কমপ্লেক্স লাগোয়া। সেখান থেকেই মূলত আগুন ছড়িয়ে পড়েছে।
এর আগে, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুনের সুত্রপত হয়। কিন্তু সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ে নিয়ন্ত্রণে আসেনি। এরইমধ্যে বঙ্গবাজারে থাকা অন্তত ৫টি মার্কেট পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট এবং তাদের সহযোগীতা করছে সেনাবাহিনী, বিজিবি, আনসারসহ সরকারি বেশ কয়েকটি সংস্থা।
সারাবাংলা/এসবি/ইআ