Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব: আইজিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৩ ১৭:৫৯

ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বঙ্গবাজারসংলগ্ন অন্তত পাঁচটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে ছিল অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। আগুন লাগার ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাশকতার কোনো ঘটনা থাকলে কমিটির তদন্তে বেরিয়ে আসবে। আমরা সেই রিপোর্টের অপেক্ষায় থাকব। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ এপ্রিল) আগুন নিয়ন্ত্রণে আসার পর দুপুর সোয়া তিনটার দিকে সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা ভোরবেলা আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসেছি। পৌনে ৭টার মধ্যে সব সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেন। আমরা এসে মারাত্মক আগুন দেখি। ফায়ার সার্ভিস চারদিক থেকে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজারবাগ থেকে পাঁচটা ওয়াটার ক্যানন এনে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করি। আমাদের ওয়াটার রিজার্ভার থেকে প্রায় দুই লাখ লিটার পানি সাপ্লাই দিয়েছি, আমাদের প্রায় দুই হাজার ফোর্স এই এলাকায় দায়িত্ব পালন করেছেন।’

ফায়ার সার্ভিস সদর দফতরে হামলা বিষয়ে আইজিপি বলেন, ‘ঘটনাটি যখন ঘটেছে, আগে থেকে প্রস্তুতি ছিল না। আস্তে আস্তে আমরা শক্তি বৃদ্ধি করেছি, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি। এখন পরিস্থিতি সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন কী অবস্থা, এখানে হাজার হাজার মানুষ। হামলার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই গিয়েছি, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছেন। র‍্যাব-বিজিবিসহ তিন বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করেছেন। সবার সম্মিলিত চেষ্টায় কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

পুলিশ সদর দফতরে আগুন লাগা বিষয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমাদের একটি ব্যারাকে আগুন লেগেছে। আমাদের সব সদস্যরা নিরাপদে বের হতে পেরেছেন, তবে কোনো মালামাল বের করতে পারেননি তারা। তবে ডকুমেন্টস ও কী কী মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে হবে।’

বিজ্ঞাপন

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ইতোমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাশকতার কোনো ঘটনা থাকলে কমিটির তদন্তে বের হয়ে আসবে। আমরা সেই রিপোর্টের অপেক্ষায় থাকব। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেব।’

বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এর আগে, এদিন সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করে।

সারাবাংলা/এসবি/পিটিএম

আগুন টপ নিউজ তদন্ত প্রতিবেদন বঙ্গবাজার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর