দেশ বিক্রির আশঙ্কা করছেন জি এম কাদের
৪ এপ্রিল ২০২৩ ২০:১৪
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে সরকারের দলীয় লোকজন মেগা দুর্নীতি করেছে। আজ দেশের রির্জাভের টাকা নেই। সরকার সব শেষ করে ফেলেছে। বিদেশি দাতা সংস্থার ঋণ শোধ করার ক্ষমতাও সরকারের নেই। ফলে দেশটিকে বিক্রি করে ফেলার আশঙ্কা করছি।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় পার্টি দক্ষিন আয়োজিত ইফতার পার্টিতে জিএম কাদের এ সব কথা বলেন। সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে ইফতার পার্টিতে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য আব্দুর সবুর আসুদ, জহিরুল হক রুবেল প্রমুখ।
জিএম কাদের বলেন, ‘এই সরকার গণমানুষের সরকার নয়। গণমানুষের সরকার হলে জনগণের নিরাপত্তার কথা বেঁচে থাকার চিন্তা করত। দেশের টাকার মান কমতো না। জনগণের এবং দেশের মান সম্মান বিদেশর কাছে প্রশ্নবিদ্ধ হতো না। আজকে সময় এসেছে এই অস্থা থেকে দেশকে উদ্ধার করতে হবে। বাঁচাতে হবে।’
তিনি বলেন, ‘দেশের মালিক জনগণ। জনগণ তাদের ভোটাধিকার দিয়ে সরকার গাঠন করবে। আর জনগণ যদি চায় সরকার পরিবর্তন করতে তাই হবে। এক্ষেত্রে জনগণকে কথা বলার অধিকার দিতে হবে। আজ আমরা দেখছি জনগণের কথা বলারও অধিকার নেই। আজ দেশের অবস্থা এমন হয়েরেছ যে জনগণের কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা ইচ্ছে তাই করছে। দেশের বিভিন্ন জায়গায় বিরোধী দলের রাজনৈতিক নেতারা সরকারি দলের লোকদের হাতে অপমানিত লাঞ্ছিত হচ্ছে।’
তিনি বলেন, ‘সরকারের দৃষ্টি জনগণের দিকে নেই। সরকার নিজেদের উন্নয়নে ব্যস্ত। সরকারি দলের এমপি মন্ত্রীরা এবং তৃণমুল নেতাকর্মীরা তাদের ভাগ্য উন্নয়নের জন্য লুটতরাজ-জোরজুলুম করেই চলছে। এমপি মন্ত্রীরা দেশের বাইরে বাড়ি গাড়ি করছে। সামনের দিনগুলো দেশের ভালো যাবে না।’
জাপা চেয়ারম্যান জিএম কাদের আরও বলেন, ‘দেশে আইনের শাসন নেই। গণতন্ত্র নেই। জাতীয় পার্টির শাসন আমলে দেশে আইনের শাসন ছিল। গণতন্ত্র ছিল। আবারও যদি জাতীয় পার্টি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পায় তা হলে দেশে গনতন্ত্র ফিরে আসবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। মেগা প্রকল্প বাস্তবায়ন হবে। যেমনটি করেছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তার আমলে দেশে প্রথম মেগা প্রকল্প যমুনা সেতু নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়।’
জিএম কাদের অনুষ্ঠানে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সার্বিক বিষয় বর্ণনা দিয়ে বলেন, ‘একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই অগ্নিকাণ্ডের তদন্ত করে দেখা উচিত। কারণ ঢাকা শহরে একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। সরকারের উচিত এসব খতিয়ে দেখে জনগণের নিরাপত্তা দেওয়া। কারণ সরকার জনগণের ট্যাক্সে চলে। দুর্নীতি আর লুটপাট করার জন্য সরকার নয়।’
সারাবাংলা/এএইচএইচ/এনইউ