Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদযাত্রা: ট্রেনের প্রথম দিনের ১০ হাজার টিকিট ফাঁকা

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৩ ১১:৪৬

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী, এ বছর ঈদযাত্রা ও ফিরতি টিকিট শতভাগ অনলাইন মাধ্যমে দেওয়া হয়েছে।

ট্রেনের টিকিট কাটতে এখন আর স্টেশনে ভিড় নেই। সকালে কমলাপুরসহ বেশ কিছু স্টেশনের কাউন্টার ফাঁকা দেখা গেছে।

এদিকে, অনলাইনে সকাল ১১টা পর্যন্ত ১৫ হাজার টিকেট বিক্রি হয়েছে। এখনও প্রথম দিনের টিকিট ফাঁকা রয়েছে প্রায় ১০ হাজার।

শুক্রবার (৭ এপ্রিল) কয়েকটি রেলস্টেশন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

জানতে চাইলে সহজের চিফ টেকনেশিয়ান সন্দীপ দেবনাথ সারাবাংলাকে বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১০ হাজার টিকিট ফাঁকা রয়েছে৷ পশ্চিমাঞ্চলের পুরো টিকিট বিক্রি হয়ে গেছে। পূর্বাঞ্চলে খালি আছে।

তিনি বলেন, আজ ১৭ এপ্রিলের টিকিট দেওয়া হচ্ছে। প্রথম দিনের প্রায় ২৫ হাজার টিকিট বিক্রি হবে। এরমধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১০ হাজার টিকিট অবিক্রিত ছিলো। অর্থ্যাৎ প্রায় ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এক মিনিটের জন্য কেন এবার এক সেকেন্ডের জন্যেও সার্ভারে কোন সমস্যা হয়নি। সবাই অনলাইনে ঈদ যাত্রার টিকিট নির্বিঘ্নে কাটতে পারছেন।

এদিকে, দুপুর ১২টার দিকে কথা বলে জানা গেছে, ১৭ তারিখের ২৫ হাজার ৭৭৮টি টিকিটের মধ্যে ৯ হাজার ২৩১টি টিকেট খালি আছে।

সকাল সাড়ে ১১টার দিকের সর্বশেষ এই তথ্য দুপুর ১২টায় সারাবাংলাকে জানান সহজের চিফ টেকনেশিয়ান।

ঈদ যাত্রার বাসের অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে শুক্রবার থেকে। তবে প্রথম দিনে কাউন্টারগুলো ছিলো ফাঁকা। বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের ভিড় দেখা যায়নি। গাবতলী কাউন্টারে দেখা গেছে, মাত্র দুটি কাউন্টারে ঈদের আগাম টিকিট কিনতে যাত্রীদের লাইন দেখা গেছে। বাকি কাউন্টারগুলো ফাঁকা ছিলো।

সারাবাংলা/ইএইচটি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর