Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের কাছে গ্রহণযোগ্যরাই নৌকার মনোনয়ন পাবে: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৩ ১৮:৫৯

ফাইল ছবি

ঢাকা: আগামী নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরাই নৌকার মনোনয়ন পাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুরে সিদ্ধান্ত স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দারুসসালাম থানা আওয়ামী লীগের উদ্যোগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজন করে।

বিজ্ঞাপন

আগামী নির্বাচন উপলক্ষে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নমিনেশন একজন পাবেন। প্রার্থী অনেকেই থাকতে পারে। বঙ্গবন্ধুকন্যা প্রতি ছয় মাসে খোঁজখবর নিয়ে রিপোর্ট তৈরি করছেন। এ রিপোর্টে যে এগিয়ে থাকবে তাকেই মনোনয়ন দেওয়া হবে। জনগণের ভোটের জন্যই ইলেকশন, জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই নমিনেশন দিতে হবে; সেটাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপির ‘সরকারবিরোধী কূটনৈতিক’ রাজনীতির প্রতি অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বলেছেন, তারা জাতিসংঘের কাছে নালিশ দেবে। জাতিসংঘের কাজ এটা নয়। কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে জাতিসংঘ হস্তক্ষেপ করে না। ফখরুল আগে একবার জাতিসংঘের দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন। মহাসচিবকে পাননি। নিচের দিকে দুই-একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করে শূন্য হাতে বাংলাদেশে ফিরে আসেন। কাজেই জাতিসংঘের কাছে যে ব্যাপারে নালিশ করছেন সে ব্যাপারে সালিশ করার এখতিয়ার জাতিসংঘের নেই। তাদের নিয়মে নেই। এটাই হলো সত্য।

‘এখন বিএনপি যাবে কোথায়’ প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে মির্জা ফখরুল সাহেব আর মুখে আনবেন না। লজ্জা-শরম থাকলে আন্দোলনের কথা না বলে এতো বছর ধরে আন্দোলন আন্দোলন করে চিৎকার করলেন, জনগণ আপনার ডাকে সাড়া দিল না। আপনার নেতা তারেক রহমান টেমস নদীর পার থেকে অনলাইনে ডাক দিচ্ছে তারও মানুষ শুনে না। এই আন্দোলন ভুয়া।

বিজ্ঞাপন

আন্দোলনের নামে বিএনপি নৈরাজ্য ও নাশকতা সৃষ্টি করতে চায় অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করবে, ফ্রি এন্ড ফেয়ার ভোট করবে। সরকার রুটিন দায়িত্ব পালন করবে। সরকার কোনো প্রকার হস্তক্ষেপ নির্বাচনে করবে না। আমি জনগণের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের কথা দিয়ে গেলাম।

ওবায়দুল কাদের বলেন, আসলে তারা জানে নির্বাচন হলে শেখ হাসিনার সঙ্গে তারা পারবে না। তারা জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। কাজেই এই নির্বাচন না করে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনের বিরুদ্ধে দেশে বিশৃঙ্খলা-নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচনকে ভণ্ডুল করা তাদের মতলব বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, আমরাও প্রস্তুত। নির্বাচনে না আসলে জোর করে কাউকে আনতে পারব না। কিন্তু নির্বাচনে বাধা দিলে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে প্রস্তুত হয়ে যান। নির্বাচন পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। আমরা মাঠে থাকব। আমরা অপশক্তি-অপরাজনীতির হোতা বিএনপিকে প্রতিরোধ করব। তাদের দোসরদের প্রতিহত করব। আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বিজয়ের সোনালি বন্দরে পৌঁছাতে আমরা প্রস্তুত আছি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ মহানগর আওয়ামী লীগের নেতারা। পরে সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সারাবাংলা/এনআর/আইই

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর