Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটি বাড়ল ১ দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৩ ১৪:৫৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১৬:০০

ঢাকা: এবার ঈদের ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার হওয়ায় সেই দিনটি নির্বাহী আদেশে ঈদের ছুটির সঙ্গে বাড়ানো হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিং এ মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এই এক দিনের ছুটি সরকারি ছুটি হিসেবে গণ্য হবে। এটি সকলের জন্য ঈদ উপহার বলে উল্লেখ করেন তিনি।’

গত ২৪ মার্চ শুক্রবার থেকে শুরু হয় রমজান। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতর হতে পারে। সে হিসাব ধরেই ঈদের ছুটির তালিকা তৈরি করেছে সরকার। এক্ষেত্রে ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে। এর আগে, ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি রয়েছে। তবে ২০ এপ্রিল একদিনের জন্য অফিস খোলা। সকলের সুবিধার্থে সরকার নির্বাহী আদেশে ওই বৃহস্পতিবার দিনকে ঈদের ছুটি হিসেবে যুক্ত করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে টানা ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিন ছুটি কাটানো যাবে।

সারাবাংলা/জেআর/ইআ

ঈদের ছুটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর