Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে টানা ৬দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি

লোকাল করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ১৪:২৫

হিলি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে এক লিখিত চিঠিতে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে কোন প্রকার পণ্য আমদানি-রফতানি হবে না। তবে আগামী ২৫ এপ্রিল থেকে আবারও যথারীতি নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘টানা ছয় দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দেওয়া হলেও সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে।’

লোকাল করেসপন্ডেন্ট

আমদানি-রফতানি ঈদ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর