Wednesday 09 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গল শোভাযাত্রায় আতঙ্কিত হওয়ার কিছু নেই: আইজিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ১৪:৫৬

রংপুর: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বলেছেন, পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রায় আতঙ্কিত হওয়ার কিছু নেই, পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় রংপুরে এসে পুলিশের ১০তলা বিশিষ্ট অফিসার্স মেস, পুলিশ ট্রেনিং সেন্টারের ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও পুলিশ লাইন্সের মাল্টিপারপার সেডের উদ্বোধন শেষে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আইজিপি বলেন, ‘যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত। নির্বাচন কমিশন আমাদের যেভাবে দায়িত্ব পালন করতে বলবে আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করব।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘জঙ্গিবাদ, সন্তাসবাদ ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের নীতির কারণে এসব নিয়ন্ত্রণ ও নির্মূল সম্ভব হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে। জঙ্গিরা যখনই মাথাচাড়া দিয়েছে তখনই জঙ্গিবাদকে কঠোরভাবে দমন করেছে।’

মাদক প্রসঙ্গে আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট মাদকের নির্মূলে কাজ করে যাচ্ছে। এ সময় মাদককে কঠোরভাবে নির্মূল করার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আইজিপি।’

সারাবাংলা/ইআ

আইজিপি মঙ্গল শোভাযাত্রা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর