Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল ৩৬০ জন শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৩ ২৩:৪৯

বাগেরহাট: বাগেরহাটে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেল মেধাবী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার ৩৬০ জন শিক্ষার্থীর মাঝে এ ট্যাব বিতরণের করা হয়। বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এই ট্যাব পেল।

জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. রাসিউল ইসলামের সভাপতিত্বে ট্যাব বিতরণের অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবসমূহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বাগেরহাটের ২৯৫টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ১ হাজার ৭৮২ জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাব বিতরণ করা হয়।

সারাবাংলা/একে

উপহার ট্যাব প্রধানমন্ত্রী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর