Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের আলো জ্বলল দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৩ ১৪:৪৮

কক্সবাজার: আনন্দে ভাসছেন কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার মানুষ। প্রথমবারের মতো সাগর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলে জাতীয় গ্রিডের বিদ্যুতের আলো পেয়ে উচ্ছ্বসিত দ্বীপবাসী। প্রথম দিনেই জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পেয়েছেন ১২০০ গ্রাহক।

সাগরবেষ্টিত ২১৫ বর্গকিলোমিটারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার জনসংখ্যা দেড় লাখের বেশি। এই দ্বীপের বাসিন্দাদের কাছে বিদ্যুৎ ছিল অকল্পনীয়। বায়ু বিদ্যুৎ ও জেনারেটরের মাধ্যমে কিছু বসতি আলোকিত হলেও সিংহভাগ মানুষই ছিল বঞ্চিত। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো এবার। জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথমবার বিদ্যুৎ পেলেন দ্বীপবাসী। বুধবার রাতে পরীক্ষার পর বৃহস্পতিবার সকালে শুরু হয় বিদ্যুৎ সরবরাহ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের সূচনা করেন কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এসময় তিনি বলেন, ‘আজ কুতুবদিয়াবাসী একটি ইতিহাসের সঙ্গে সংযুক্ত হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে। ঈদের আগে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পরীক্ষামূলক বিতরণ শুরু হয়েছে। একই সঙ্গে ফাইবার অপটিকের মাধ্যমে যুক্ত হয়েছে ইন্টারনেট সুবিধা।’

তিনি আরও বলেন, ‘কুতুবদিয়া এখন আর পিছিয়ে পড়বে না। এখন এগিয়ে যাওয়ার পালা। বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় কুতুবদিয়া ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে কুতুবদিয়া উপজেলা। শিগগিরই দ্বীপের সকল মানুষের ঘরে পৌঁছে যাবে বিদ্যুৎ।’

বিজ্ঞাপন

২০২০ সালে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে একটি প্রকল্প গ্রহণ করে সরকার। ৪০০ কোটি টাকা ব্যয়ে ‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্পটির মেয়াদকাল ২০২৩ সালের জুন পর্যন্ত ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই দ্বীপটিতে পৌঁছে গেল জাতীয় গ্রিডের বিদ্যুৎ।

সারাবাংলা/আইই

কুতুবদিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর