Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার পক্ষ থেকে ছাত্রলীগের ঈদ শুভেচ্ছা

ঢাবি করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৩ ২৩:০৮

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‘তারুণ্যের স্বপ্নের ঈদযাত্রা নিরাপদ হোক’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বৈশ্বিক উন্নয়ন অর্থনীতির রোল মডেল, ডিজিটাল বাংলাদেশের রূপকার ও স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে।’

পদ্মাসেতু এবারের ঈদযাত্রাকে আরও প্রশান্তির করে তুলেছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের আত্মমর্যাদা ও গৌরবের প্রতীক স্বপ্নের পদ্মাসেতু এবারের ঈদযাত্রাকে আরও প্রশান্তির করে তুলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারুণ্যের জন্য ঈদ উপহার হিসেবে পদ্মাসেতু দিয়ে মোটরবাইক চলাচলের সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ দেশের ছাত্র ও যুবসমাজ এবং তরুণ প্রজন্মের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।’

বিজ্ঞপ্তিতে ঈদযাত্রায় শামিল হওয়া সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিরাপদ ঈদযাত্রার মাধ্যমে পরিবার-প্রিয়জনের কাছে পৌঁছাতে সবাইকে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। বিশেষ করে মোটরবাইক চালানোর সময় হেলমেট পরিধান করা, নির্ধারিত গতি মানা, দুই জনের অধিক সংখ্যা না হওয়া, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, প্রতিযোগিতা না করা ইত্যাদি নিয়ম পালনের অনুরোধ জানানো হচ্ছে। স্বপ্নময় ঈদযাত্রায় পথ যেন অসচেতনতায় অনাকাঙ্ক্ষিতভাবে রক্তে রঞ্জিত না হয়, সে বিষয়ে তরুণ ও যুব সমাজের প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/পিটিএম

ঈদ শুভেচ্ছা ছাত্রলীগ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর