Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনায় ৪ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৩ ১০:৩৬ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ১৪:৫৬

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এতে অন্তত ১৯ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনার ঘটে।

হাসাঁড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকল হয়ে রাস্তার পাশে রাখা একটি ট্রাকের সঙ্গে পিছন থেকে শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলস নামের বাসটি ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- হাজেরা বেগম (৫০) ও সাইফুল ইসলাম (৩০) আরিফ কাজী, ও আরেক অজ্ঞাত নারী। তারা সবাই শরীয়তপুরবাসী। নিহতদের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহতদের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা জানান, হাসপাতালে যাদের আনা হয়েছে তাদের মধ্যে দু’জন নিহত রয়েছেন। আহত ১৯ জনের মধ্যে ৪ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষ মুন্সীগঞ্জ শ্রীনগর

বিজ্ঞাপন

পুলিশ একাডেমি থেকে এসপি ইমন আটক
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৩

আরো

সম্পর্কিত খবর