Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৩ ১৯:১৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ ০৮:৩২

নেত্রকোনা: জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। এরা বয়সে সবাই কিশোর।

শনিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার খারনৈ ইউনিয়নের বউবাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলো- কলমাকান্দা উপজেলার পূর্ব জিগাতলা গ্রামের মো. আবু বকর (১৪) ও মো. মাসুম মিয়া (১৫) এবং বামনগাঁও গ্রামের মো. সুমন মিয়া (১৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ পিপিএম বলেন, ‘দুটি মোটরসাইকেলে পাঁচ জন ছিল। একটি মোটর সাইকেল গোবিন্দপুর থেকে কলমাকান্দা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু বকর ও মাসুম মারা যায়।’

পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মো. সুমন মিয়া (১৫) নামের আরও এক কিশোরের মৃত্যু হয় বলে জানান ওসি আবুল কালাম।

সারাবাংলা/পিটিএম

দুর্ঘটনা নিহত মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর