Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটি শেষে সোমবার শুরু হচ্ছে ব্যাংক ও আর্থিক খাতের লেনদেন

স্পেশাল করেসপন্ডেসন্ট
২৩ এপ্রিল ২০২৩ ১৪:৪৪

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল ২৪ এপ্রিল থেকে ‍শুরু হচ্ছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারসহ আর্থিক খাতের লেনদেন। সোমবার (২৪ এপ্রিল) থেকে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পবিত্র রমজান মাসে ব্যাংক লেনদেন ও অফিসের সময়সূ‌চি প‌রিবর্তন করেছিল বাংলাদেশ ব্যাংক। রোজায় প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন হয়েছে। এছাড়া অফিস চলে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে, গত সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারটি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ এপ্রিলসহ ২১, ২২ ও ২৩ এপ্রিল বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদ পরবর্তী সময়ে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে। তবে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

সারাবাংলা/জিএস/এমও

ছুটি শেষ টপ নিউজ ব্যাংক ও আর্থিক খাত লেনদেন


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর