সুদানে বাংলাদেশিদের দেখভালে দূতাবাসকে নির্দেশ
২৪ এপ্রিল ২০২৩ ২১:১৮
ঢাকা: বর্তমানে সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে আফ্রিকার দেশ সুদানে। এই পরিস্থিতিতে সেখানে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের খোঁজ-খবর রাখার পাশাপাশি নিরাপদে থাকার জন্য পরামর্শ দিতে সেখানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সরকারি সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘সুদানে বর্তমানে দেড় হাজার বাংলাদেশি বসবাস করছেন। যুদ্ধপূর্ণ সুদানে বাংলাদেশিরা যাতে নিরাপদে থাকে সেজন্য দূতাবাসকে দেখভালের দিক নির্দেশ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের যেহেতু বহু নাগরিক রয়েছে দেশটিতে, সেই বিবেচনায় এসব উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ মিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নাগরিকদের বলছে, তারা যেন পর্যাপ্ত খাবার ঘরে রাখেন। বাইরে ঘোরাঘুরি না করেন।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা অন্য দেশগুলোকে পর্যবেক্ষণ করছি। দেখছি তারা কী করেন। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ক্ষমতার দ্বন্দ্বে গত ১৫ এপ্রিল থেকে সুদানে সশস্ত্র সংঘাত শুরু হয়েছে। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে এই সংঘাতে এরই মধ্যে চার শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
এই পরিস্থিতিতে বাংলাদেশিদের ওই দেশটিতে ভ্রমণ না করার জন্য গত শনিবার (২২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি পরামর্শ বার্তা পাঠিয়েছে।
সারাবাংলা/জেআর/পিটিএম