পদ্মা সেতু ও শিমুলিয়া ঘাটে ট্যুরিস্ট পুলিশ
২৫ এপ্রিল ২০২৩ ১১:৫৪
মুন্সীগঞ্জ: ঈদ উপলক্ষে মুন্সীগঞ্জের পদ্মা সেতু ও শিমুলিয়া ঘাট এলাকায় হাজার হাজার পর্যটক ও দর্শনার্থীদের আগমনে উপচে পড়া ভিড় জমেছে। তাদের নিরাপত্তা দিতে পদ্মা সেতু ও শিমুলিয়া ঘাটে অতিরিক্ত ট্যুরিস্ট পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) শিমুলিয়া ঘাট এলাকায় বিভিন্ন রেস্টুরেন্ট, খাবারের দোকান ও ট্রলারঘাটে অতিরিক্ত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পদ্মা সেতু জোন ও শিমুলিয়া ঘাট এলাকায় ট্যুরিস্ট পুলিশ মনিটরিং করার মাধ্যমে নানা খোঁজ খবর নিচ্ছেন।
পদ্মা ব্রিজ জোন মুন্সীগঞ্জের ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. সাবের রেজা জানান, ঈদ উপলক্ষে অতিরিক্ত পর্যটক এবং দর্শনার্থীদের ভিড় জমেছে এ এলাকায়। তারা যেন নিরাপদে-নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারেন সেদিকে সর্বোচ্চ লক্ষ্য রাখা হচ্ছে।
সোমবার থেকে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের সেবায় পুলিশ প্রস্তুত আছে। এখানে আসা দর্শনার্থীদের যে কোনো প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।
সারাবাংলা/ইআ