গুলশানে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
২৫ এপ্রিল ২০২৩ ১৯:২৯
ঢাকা: রাজধানীর গুলশানে যাত্রীবাহী বাসচাপায় সদরুল হক (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি খিলগাঁও বিদ্যুৎ অফিসে আউট সোর্সিংয়ের কাজ করতেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের পাশের রাস্তায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদরুলের সহকর্মী মমিনুর রহমান জানান, তারা দু’জনই খিলগাঁও বিদ্যুৎ অফিসে আউট সোর্সিংয়ের কাজ করেন। দুপুরে অফিস থেকে মোটরসাইকেল যোগে যমুনা ফিউচার পার্ক ইন্ডিয়া অ্যাম্বাসিতে যায় সদরুলের ভিসার জন্য। মোটরসাইকেল চালাচ্ছিলেন মমিনুর। সেখান থেকে ফের খিলগাঁওয়ের অফিসে ফেরার পথে শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের পাশের রাস্তায় এলে পিছন থেকে ভিক্টর ক্ল্যাসিকের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে পেছন থেকে সদরুল পড়ে গেলে বাসটি তার উপরে উঠে যায়। পরে তাকে দ্রুত উত্তর বাড্ডা এ এম জেড হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সদরুল মারা যায়। মমিনুর নিজেও সামান্য আহত হয়েছেন বলে জানান।
সদরুলের স্ত্রীর বড় ভাই মামুনুর রশীদ জানান, সদরুলের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। বর্তমানে স্ত্রী মাকসুদা আক্তারকে নিয়ে সবুজবাগের বাসাবো এলাকায় থাকতেন। এবং খিলগাঁও বিদ্যুৎ অফিসে আউট সোর্সিংয়ের কাজ করতেন।
তিনি আরও জানান, দুই বছর হলো তার বোন মাকসুদার সঙ্গে বিয়ে হয়েছে সদরুলের। ইন্ডিয়ায় ঘুরতে ও চিকিৎসার জন্য স্বামী-স্ত্রী দুজন ভিসার আবেদন করে। আজ ভিসা আনতে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে গিয়েছিল। সেখান থেকে খিলগাঁও ফেরার পথে দুর্ঘটনায় মারা যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, গুলশানের শাহজাদপুর এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী আহত হন। পরে তাকে সহকর্মীরা ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মমিনুর রহমান (৩০) সামান্য আহত হয়। তাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম