Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ায় ২১ কেজি আইসের চালান জব্দ, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৩ ১৩:৪৯

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া থেকে ২১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় প্রধান পাচারকারীসহ তিনজনকে আটক করা হয়।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্ণেল মেহেদী হোসাইন কবির এ তথ্য জানান।

আটকরা হলেন- উখিয়ার বালুখালীর মৃত ছিদ্দিক আহমেদের ছেলে বুজুরুছ মিয়া (৫১), তার সহযোগী একই এলাকার মোহাম্মদ শুক্কুরের ছেলে মোহাম্মদ ইসমাঈল (২৩) ও পালংখালী এলাকার আবুল মন্ডলের ছেলে ছৈয়দুল বাশার (৪০)।

সেক্টর কমান্ডার কর্ণেল মেহেদী হোসাইন কবির বলেন, বুধবার ভোররাতে মিয়ানমার বাংলাদেশ সীমান্তের বালুখালী রহমতের বিল ৮০০ গজ ভেতরে প্রবেশের সময় ৬-৭ জনকে থামানোর সংকেত দিলে বিজিবির অবস্থান টের পেয়ে দু’টি বস্তা ফেলে পালিয়ে যাবার সময় তিনজনকে আটক করে। তাদের কাছে থাকা দু’টি বস্তা থেকে ২১ কেজি ৯০ গ্রাম আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৩ কোটি টাকা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এটি আইসের সর্বোচ্চ চালান। চালানের গন্তব্য ছিল রোহিঙ্গা ক্যাম্প। সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হতো। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

সারাবাংলা/ইআ

আইস জব্দ আটক ৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর