Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতিরিক্ত গরমে বেঁকে গেছে রেললাইন, ৭ বগি লাইনচ্যুত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৩ ১৯:৩৬

ঢাকা: চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী কনটেইনার ট্রেনের সাতটি বগি ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরতলীর দাড়িয়াপুর রেলগেইটসংলগ্ন এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ছেড়ে যাওয়ার পর দুপুর ১টার দিকে দাড়িয়াপুর এলাকায় এর সাতটি ওয়াগনের চাকা লাইনচ্যুত হয়।

তিনি বলেন, ‘গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেললাইনের প্রায় ৫০০ মিটার স্লিপার ভেঙে গেছে। ঘটনার পর থেকে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ডাউনলাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোশেডে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করার পর আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন সিকদার বলেন, চট্টগ্রাম থেকে একটি মালবাহী ট্রেন ঢাকা যাচ্ছিল। ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে চারটি বগি লাইনচ্যুত হয়। আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসবি/পিটিএম

টপ নিউজ ট্রেন বেঁকে রেললাইন লাইনচ্যুত

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর