সবুজবাগ থেকে শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার
২৯ এপ্রিল ২০২৩ ১৭:৪১
ঢাকা: রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে উর্মি আক্তার (১৭) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
শনিবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সবুজবাগের রাজারবাগ এলাকার একটি বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবির দেবনাথ বলেন, ‘দুপুরে খবর পেয়ে রাজাবাগের ওই বাসা থেকে শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করি। এ সময় সে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছিল।’
এসআই আরও বলেন, ‘ওই শিক্ষার্থীর আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে খুব টেনশনে ছিল। গতকাল রাত থেকে না খেয়ে ছিল। আজ সকাল ১০টার দিকে উর্মির মা ভাত খেতে বলে। কিন্তু সে ভাত না খেয়ে বলে, দরজা লাগিয়ে পড়বে। কিছুক্ষণ পর কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখে সে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
উর্মির চাচা সোহেল জমাদার জানান, তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচড় গ্রামে। উর্মির পরিবার বর্তমানে রাজারবাগ এলাকার বাগপাড়ার এলাকার একটি তিনতলা বাসার নিচতলায় ভাড়া থাকে। বাবা সুমন জমাদার বেসরকারি কোম্পানির গাড়িচালক। উর্মি স্থানীয় অভয় বিনোদিনী উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। তিন বোনের মধ্যে উর্মি ছিল সবার বড়।
সোহেল জমাদার বলেন, ‘উর্মির এক বান্ধবীর মাধ্যমে জানতে পারি, উর্মির একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল রাতে ওই ছেলের সঙ্গে উর্মির ঝগড়া হয়েছে। এরপর থেকে না খেয়ে ছিল। সকালে উর্মির মা রত্না বেগম বার বার খেতে বললেও সে কিছুই খাইনি। পড়ার কথা বলে দরজা বন্ধ করে দেয়। এরপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’
সারাবাংলা/এসএসআর/পিটিএম