Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে ওয়ার্লডেক্স প্রতিনিধি দলের সাক্ষাৎ

সারাবাংলা ডেস্ক
২ মে ২০২৩ ১৬:৪৪

ঢাকা: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক— এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ওয়ার্লডেক্স ইন্ডিয়া এক্সিবিশন অ্যান্ড প্রমোশন প্রাইভেট লিমিটেড এর নির্বাহী পরিচালক আরতি ভাগাট এবং প্রকল্প প্রধান মি. জহির মার্চেন্ট।

মঙ্গলবার (২ মে) বৈঠককালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দক্ষিণ এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং শো ‘১১ তম ইনটেক্স দক্ষিণ এশিয়া’তে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান।

বস্ত্র ও পাটমন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমি জেনে আনন্দিত যে ইন্টেক্স সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং শো বাংলাদেশে অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি, ইন্টেক্স সাউথ এশিয়া অর্থনীতিকে চাঙ্গা করবে এবং বাংলাদেশ ও অন্যান্য অংশগ্রহণকারী দেশের বস্ত্র ও পোশাকশিল্পের জন্য সুযোগ তৈরি করবে।’

সারাবাংলা/একে

ওয়ার্ল্ডডেক্স ইন্ডিয়া বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর