Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় শ্বশুর নিহত, আহত জামাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৩ ২০:২৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের বৈদ্যুতিক সঞ্চালন সংযোগ টানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. ফজলুর রহমান বেপারী (৭০) নিহত হয়েছে। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন তার মেয়ে জামাই শ্যামল শেখ (৩৮)।

মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের কল্যানশিং গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান বেপারী ওই গ্রামের মৃত আব্দুল জলিল বেপারীর ছেলে।

ছুরিকাঘাতে আহত জামাই শ্যামলকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, সম্প্রতি প্রতিবেশী রাসেল বেপারীর বাড়ির বৈদ্যুতিক সঞ্চালন সংযোগের তার ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। মঙ্গলবার দুপুরে তার শ্বশুর ফজলুর রহমানের বাড়ির উপর দিয়ে বৈদ্যুতিক সংযোগের তার টানতে যায় রাসেল ও তার ভাগিনা মিলন। এ সময় তার শ্বশুর বৈদ্যুতিক তার টানতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খবর পেয়ে তিনি সেখানে ছুটে গেলে ফের বাকবিতণ্ডায় জড়ায় দু’পক্ষ।

শ্যামল আরও জানান, তিনি বাধা দিতে গেলে তাকেও ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে তার শ্বশুরকে বেশ মারধর করে প্রতিবেশী রাসেল ও লিমন। পরে স্থানীয়রা শ্বশুর ও জামাইকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্বশুর ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান জানান, বৈদ্যুতিক তার টানাকে কেন্দ্র করে মারামারি হয়েছে দুই পক্ষে। এতে আহত অবস্থায় দু’জনকে হাসপাতালে আনা হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

জামাই শ্বশুর হতাহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর