আরও ১০০ হাসপাতালে বৈকালীন সেবা শুরু আগামী সপ্তাহে
৩ মে ২০২৩ ১০:১৫
ঢাকা: আরও ১০০ সরকারি হাসপাতালে ফি দিয়ে বৈকালীন চিকিৎসা সেবা আগামী সপ্তাহ থেকেই চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘আগামী এক সপ্তাহ থেকে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে এসব প্রতিষ্ঠানে বৈকালিক সেবা চালু করা যাবে। শিগগিরই ১২ বছরের ঊর্ধ্বে সবার জন্য বুস্টার ভ্যাকসিন বায়োভ্যালেন্ট ডোজ দেওয়া শুরু হবে।’
মঙ্গলবার (২ মে) সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সার্বজনীন স্বাস্থ্য ও কল্যাণ দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জাহিদ মালেক বলেন, ‘বর্তমানে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস পুরোদমে চলছে। এতে চিকিৎসক ও রোগী- সবাই সন্তুষ্ট। ইউনিভার্সাল হেলথ কভারেজ আরও গতিশীল করা হচ্ছে। সরকারিভাবে বাংলাদেশ স্বাস্থ্যসেবা দিয়ে থাকে, সেটা বিনামূল্যে।’
তিনি বলেন, ‘ইউনির্ভার্সাল হেলথ কভারেজের ভিত্তি হলো জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে হবে। সরকারিভাবে বিনামূল্যে দিয়ে আসছি, এখন বেসরকারিভাবে কীভাবে রোগীদের খরচ কমিয়ে আনা যায়, তা নিয়ে কাজ করতে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারলেই ইউনিভার্সাল হেলথ কাভারেজ আমরা অনেকাংশে বাস্তবায়ন করতে পারব।’
তিনি আরও বলেন, ‘আগামী ১১ মে বাংলাদেশে একটি আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে। এতে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন থাকবেন। প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদফতরে মহাপরিচালক এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।
এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৭১ সালের ২ মে স্বাস্থ্য অধিদফতর প্রতিষ্ঠা করা হয়েছিল। তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। প্রথম মহাপরিচালক হিসেবে কাজ করেছেন ডা. টি হোসেন। ছোটো আকারে অল্পকিছু ডাক্তার ও কর্মকর্তাদের নিয়ে এ অধিদফতরের কাজ শুরু হয়। তারা মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসা সেবা দেন। আজ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের কলেবর অনেক বেড়েছে। যেখানে তখন একটি শয্যাও ছিল না, সেখানে এখন ৬০ হাজার শয্যা রয়েছে। ৩৩ হাজার চিকিৎসক রয়েছেন। ৪৫ হাজার নার্স রয়েছেন। আর জেলা-উপজেলা, মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট মিলিয়ে সাড়ে ৭০০ হাসপাতাল রয়েছে আমাদের। ১৮ হাজার ক্লিনিক হয়েছে। এর মধ্যে কমিউনিটি ক্লিনিক ১৪ হাজার। এখন সব ওষুধ বাংলাদেশে তৈরি হয়। বাইপাস সার্জারি, ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে বাাংলাদেশে। চিকিৎসা সেবার পরিধি অনেক বেড়েছে।
সারাবাংলা/এসবি/এমও