Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রযুক্তির যুগেও মার্কসের প্রাসঙ্গিকতা উপেক্ষার সুযোগ নেই’

ঢাবি করেসপন্ডেন্ট
৫ মে ২০২৩ ২২:০৯

ঢাকা: প্রযুক্তির এই যুগেও মার্কসের প্রাসঙ্গিকতা উপেক্ষার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মার্কসবাদী সমাজবিজ্ঞানী অধ্যাপক শোভনলাল গুপ্ত। তিনি বলেন, অনেকেই বলে থাকেন— প্রযুক্তির যুগের সঙ্গে মার্কসের পরিচয় ছিল না। কিন্তু, প্রযুক্তির এই যুগে মার্কস আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন।

শুক্রবার (৫ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আয়োজিত এক আলোচনা সভার দ্বিতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন।

কার্ল মার্কসের ২০৫তম জন্মবার্ষিকী এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিপিবি আয়োজিত দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় বেলা ৩ টায়। ‘মার্কস ভাবনা- আজ ও আগামীকাল’ শীর্ষক দ্বিতীয় অধিবেশনে মূল বক্তা ছিলেন অধ্যাপক শোভনলাল গুপ্ত।

এর আগে, প্রথম অধিবেশন শুরু হয় বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে। ‘বাংলায় মার্কস’ শীর্ষক প্রথম অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক এম এম আকাশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। প্রথম অধিবেশনে মূল বক্তা ছিলেন- ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতা ভানুদেব দত্ত।

দ্বিতীয় অধিবেশনে অধ্যাপক শোভনলাল বলেন, ‘এক কথায় মার্কসকে ব্যাখ্যা করা যাবে না। তার সমাজ বিকাশের ইতিহাস ব্যাখ্যা করার পদ্ধতি অবলম্বন করে মার্কসবাদ ব্যাখ্যা করতে হবে। গোটা পৃথিবীর শোষিত মানুষের ইতিহাস, শোষণের কারণ তিনি আলোচনা করে গেছেন।’

তিনি বলেন, ‘এই যুগটাকে আমরা বৈদ্যুতিক যুগ বলছি। কম্পিউটার ও গুগল শাসিত, স্যোশাল মিডিয়া নিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তি কেন্দ্রিক বিশ্ব এটা। যেখানে সময় ও স্থানের ভাবনা ঘুচে গেছে। আমরা একটা ভার্চুয়াল রিয়েলিটির যুগে ঢুকে যাচ্ছি।’

অধ্যাপক শোভনলাল বলেন, ‘বর্তমান বিশ্বকে একচেটিয়া নিয়ন্ত্রণ করছে কতগুলো বহুজাতিক সংস্থা। তবে শ্রম ও শোষণের ধারণা কিন্তু পাল্টে যায়নি। নতুন প্রযুক্তির জন্ম হয়েছে পুঁজিবাদী বিশ্বে। কিন্তু মার্কস যেটাকে উৎপাদিকা শক্তি বলেছেন, সেই শক্তি বিকাশেরেই একটা রূপ আমরা এখন দেখছি। এর ভালো-মন্দ দুটো দিকই আছে। এটা কিন্তু আমাদের তফাৎ করতে হবে। মার্কস বেঁচে থাকলে পুঙ্ক্ষানুপুঙ্ক্ষ বিচার করতেন।’

সারাবাংলা/আরআইআর/পিটিএম

উপেক্ষা প্রযুক্তি মার্কস


বিজ্ঞাপন
সর্বশেষ

৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস
১১ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৬

সম্পর্কিত খবর