Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শা সীমান্ত থেকে ১ কোটি ২০ লাখ টাকার সোনার বার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৩ ২৩:৪৮

বেনাপোল: ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের গোগা গ্রামের ইছামতি নদীর পাড় থেকে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি সোনার বার জব্দ করেছে বিজিবির ২১ ব্যাটালিয়ন।

শুক্রবার (৫ মে) সন্ধ্যায় ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল বারগুলো জব্দ করেন। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, সীমান্তপথে সোনার একটি চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। এক পর্যায়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে সীমান্তের গোগা গ্রামের ইছামতি নদীর পাড়ে ১৭/৭ এস এর ৪৪ আর পিলারের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এ সময় ওই ব্যক্তিকে ডাক দিলে কালো কাপড় মোড়ানো একটি পোটলা ফেলে পালিয়ে ভারতে দিকে পালিয়ে যায় সে। পরে পোটলাটি তল্লাশি করে তার মধ্য থেকে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

জব্দকৃত সোনার বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবির অধিনায়ক।

সারাবাংলা/পিটিএম

সোনার বার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর