চট্টগ্রামে ছুরিকাঘাতে ২ যুবককে হত্যা
৮ মে ২০২৩ ২৩:১৫ | আপডেট: ৮ মে ২০২৩ ২৩:২৯
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে স্থানীয়দের দুপক্ষের মারামারির মধ্যে ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) রাতে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা বিটাক মোড়ে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
মৃতরা হলেন মাসুম (৩০) ও সবুজ (২০)।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে খবর পেয়ে থানার টিম ঘটনাস্থলে গেছে। হাসপাতালেও পুলিশের আলাদা টিম পাঠানো হয়েছে।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটি নিশ্চিত করে বলতে পারেননি ওসি।
ওসি জানান, নিহতের একজন ব্যাটারি শ্রমিক, অপরজন অটো রিকশা চালাতেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, সাগর নামে এক যুবক বন্ধু পরিচয় দিয়ে দুজনকে হাসপাতালে নিয়ে যান।
সাগর জানিয়েছে, নারীঘটিত বিষয় নিয়ে দুপক্ষের মারামারির মধ্যে দুজনের পায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
সারাবাংলা/আরডি/একে