Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেট্রাপোলে আসবেন অমিত শাহ, বেনাপোলে বন্ধ আমদানি-রফতানি

লোকাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৩ ১০:৫৪

বেনাপোল: বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সোমবার (৮ মে) দুপুরের পর থেকে ও মঙ্গলবার (৯ মে) বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি ও রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ্ পেট্রাপোল বন্দর পরিদর্শন আসছেন ও পেট্রাপোল থানা উদ্বোধন করবেন। এ কারণেই বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে।

বেনাপোলের সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘মঙ্গলবার দুপুরের পর থেকে দুই দেশের মধ্যে আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ভারতের পেট্রাপোল সি অ্যান্ড এফ এজেন্টস্ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেই দু’দেশের মধ্যে ২ দিন আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ রেখেছে।’

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ জানান, বন্দরের আমদানি ও রফতানি বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিনের মতো বেনাপোল বন্দরেও মালামাল ওঠানামা করছে। আগামীকাল বুধবার (১০ মে) সকাল থেকে ফের দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

সারাবাংলা/এমও

অমিত শাহ আমদানি-রফতানি পেট্রাপোল বেনাপোল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর