Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিমারা নাৎসিদের উন্মাদ উচ্চাকাঙ্ক্ষার পরিণতি ভুলে গেছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
৯ মে ২০২৩ ১৫:০১

‘পশ্চিমা অভিজাতরা নাৎসিদের উন্মাদ উচ্চাকাঙ্ক্ষার পরিণতি ভুলে গেছে। রাশিয়া বিশ্বাস করে, কোনো আদর্শের শ্রেষ্ঠত্ব দাবি করা প্রকৃতিগতভাবেই ঘৃণ্য, অপরাধমূলক এবং মারাত্মক।’ রাশিয়ার বিজয় দিবসের প্যারেড বক্তৃতায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেছেন।

ভ্লাদিমির পুতিন বলেন, ‘বিশ্ববাদী অভিজাতরা তাদের ব্যতিক্রমবাদের উপর জোর দিয়ে থাকে। তারা মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, সমাজকে বিভক্ত করে, রক্তক্ষয়ী সংঘাত ও অভ্যুত্থানকে উস্কে দেয়। ঘৃণা, রুশভীতি এবং আগ্রাসী জাতীয়তাবাদের বীজ বপন করে, যা মানুষকে মানুষ করে সেই ঐতিহ্যগত পারিবারিক মূল্যবোধকে ধ্বংস করে।’

পুতিন বলেন, ‘এত সবকিছুই করা হয় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আন্তর্জাতিক মঞ্চে রাহাজানি, সহিংসতা এবং দমনমূলক একটি ব্যবস্থা বাস্তবায়নের জন্য। মনে হচ্ছে নাৎসিদের উন্মাদ উচ্চাকাঙ্ক্ষার পরিণতি তারা ভুলে গেছে। তারা ভুলে গেছে কে এই দানবকে পরাজিত করেছিল।’

ইউক্রেন সংঘাতের প্রসঙ্গ তুলে পুতিন বলেন, ‘মাতৃভূমির বিরুদ্ধে একটি সত্যিকারের যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু আমরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে প্রতিহত করেছি। আমরা ডনবাসের বাসিন্দাদের রক্ষা করব এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করব।’

তিনি বলেন, ‘পশ্চিমাদের লক্ষ্য হলো আমাদের দেশকে বিচ্ছিন্ন করে ধ্বংস করা। (দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়ে)  যে ইতিবাচক ফল রাশিয়া পেয়েছিল তা নষ্ট করা। বিশ্বব্যাপী নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনের ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে ফেলা এবং উন্নয়নের সার্বভৌম কেন্দ্রগুলোকে শ্বাসরোধ করে রাখা।’

রাশিয়ার প্রেসিডেন্ট তার বক্তব্যে ইউক্রেন সংঘাতের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেন।

এ ব্যাপারে তিনি বলেন, ‘অপ্রতিরোধ্য উচ্চাকাঙ্ক্ষা, অহংকার এবং যা ইচ্ছা তাই করার স্বাধীনতা অনিবার্যভাবে দুঃখজনক পরিণতির দিকে নিয়ে যায়। ইউক্রেনীয় জনগণ এখন যে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তার কারণ এটাই।’

উল্লেখ্য, ৯ মে বিজয় দিবস হিসেবে পালন করে রাশিয়া। ১৯৪৫ সালের এই দিনে হিটলারের নাৎসি বাহিনীকে পরাজিত করার স্মরণে দিনটি উদযাপন করা হয়। এদিন মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়। এতে রাশিয়ার বিভিন্ন সামরিক অস্ত্রও প্রদর্শন করা হয়। রাশিয়ার বিজয় দিবসে বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও অংশ নিয়ে থাকেন।

সারাবাংলা/আইই

টপ নিউজ ভ্লাদিমির পুতিন রাশিয়া


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর