Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামী জাতীয় নির্বাচন ইতিহাসে বড় ঘটনার জন্ম দিতে পারে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৩ ১৪:৫৬ | আপডেট: ১০ মে ২০২৩ ১৮:১৯

ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে। সেটা খারাপের দিকেও যেতে পারে, আবার ভালোর দিকেও যেতে পারে।’

বুধবার (১০ মে) বনানী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘সামনের দিকে রাজনীতিতে সংঘাত হতে পারে, আবার দমন-পীড়ন করে রাজনীতিকে দাবিয়ে রাখা হতে পারে। আসলে দেশের রাজনীতিতে একটা সমস্যা আছে, তার সমাধান দেখছি না। দেশে সুশাসন দেবো এই কথা বলে আমরা দেশের মানুষের সামনে যাচ্ছি। আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি। নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা বিবেচনা করে সিদ্ধান্ত নেবো। কি করলে জনগণের ভালো হবে আমরা সেই দিক বিবেচনা করেই নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

আমরা যদি নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারি, তাহলে আমরা তাই করবো উল্লেখ করে বিরোধী দলের এই নেতা বলেন, ‘যদি আমাদের সেই শক্তি না থাকে, তাহলে আমরা অন্য সিদ্ধান্ত নেবো। তখন আমরা দেখবো, কার সঙ্গে গেলে জনগণ বেশি উপকৃত হবে, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। এ ব্যাপারে দলের নেতাকর্মী ও শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আশা করতে চাই আসন্ন সিটি নির্বাচনগুলো সুষ্ঠু হবে। ভোটাররা ভোট দিতে পারবেন। সেজন্য সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি জাতীয়-নির্বাচন বড় ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর