Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬৫ জন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক


৮ মে ২০১৮ ১৭:৪৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ২০১৬-১৭ শিক্ষাবর্ষে নিজ নিজ অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৬৫ জন শিক্ষার্থী (পাবলিকের ১৬৩ এবং প্রাইভেটের ২জন) পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক।

মঙ্গলবার (৮ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলিসহ ইউজিসি’র বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদেরকে ভাল ফলাফল করতে উৎসাহ দেয়ার জন্য ২০০৫ সাল থেকে এই পদক দেয়া শুরু হয়।

সারাবাংলা/এমআইএস

প্রধানমন্ত্রী স্বর্ণপদক

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর