Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৩ ১১:৫০

চট্টগ্রাম ব্যুরো: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতের সম্ভাবনা প্রবল হওয়ার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান উঠানামা বন্ধ রাখা হয়েছে।

শনিবার (১৩ মে) ভোর ৬টা থেকে বিমানবন্দরে সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে, শুক্রবার রাতে এ সিদ্ধান্তের পর শনিবারের সব ফ্লাইটের শিডিউল বাতিল ঘোষণা করা হয়।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসনীম হাসান সারাবাংলাকে বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। রানওয়েতে কোনো কার্যক্রম চলবে না। রানওয়েসহ সংশ্লিষ্ট স্থানে আমাদের যেসব ইক্যুইপমেন্ট আছে, সেগুলো সুরক্ষিত করা হয়েছে। মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে।’

ঘূর্ণিঝড়ের পরবর্তী আবহাওয়া অধিদফতরের বার্তা মেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এমও

ঘূর্ণিঝড় মোখা বিমান শাহ আমানত বিমানবন্দর

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর