Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এটি একটি ভুয়া মামলা: মওদুদ


৮ মে ২০১৮ ১৭:৩২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি একটি ভুয়া মামলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, এটি সম্পূর্ণ বানানো একটি মামলা।

খালেদা জিয়ার মামলার শুনানি শেষে মঙ্গলবার (৮ মে) দুপুরে আইনজীবী সমিতি ভবনের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, “এই মামলাটা এই পর্যায়ে কেন এসেছে, কেন এই শুনানি হচ্ছে। এর একটি মাত্র কারণ তা হলো খালেদা জিয়ার জনপ্রিয়তা। খালেদা জিয়ার জনপ্রিয়তায় সরকার আজ ভীত।”

তিনি বলেন, “নানা রকম কৌশল করে আগামী নির্বাচনে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য সরকার এসব করছে। আজকের এই শুনানির লক্ষ্যও সেটাই। আগামী নির্বাচনে নিজেদের পরাজয়ের হাত থেকে রক্ষার জন্য বেগম জিয়াকে কিভাবে কারাগারে রাখা যায়, সেই চেষ্টাই তারা করছে। যতদিন সম্ভব তাকে কারাগারে রাখা যায়।”

ন্যায় বিচার এবং যুক্তি গ্রহণ হলে খালেদা জিয়ার জামিন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বিএনপিপন্থী আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং বিএনপির আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেডকে/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর