Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আগুনে পুড়ে নারীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৩ ১৫:৪৬

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আগুনে কয়েকটি বসতঘরের সঙ্গে পুড়ে গেছে একটি স্কুলও। পুলিশ ও মৃতের পরিবার জানিয়েছে, সিলিন্ডার থেকে সরবরাহ করা গ্যাস দিয়ে চুলা জ্বালিয়ে রান্নার সময় আগুন লাগে।

রোববার (১৪ মে) সকালে দিকে নগরীর চান্দগাঁও থানার ‘এক কিলোমিটার’ এলাকায় একটি কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত হাসিনা বেগম (৫০) নগরীর ‘এক কিলোমিটার’ এলাকার যমুনা ক্লাব সংলগ্ন নজরুল কলোনির জাকির হোসেনের স্ত্রী।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম সারাবাংলাকে জানান, সকাল সাড়ে ৮টার সময় অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। দ্রুততার সাথে সেখানে পুলিশের টিমও মোতায়েন হয়।

প্রায় তিন ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার কর্মীরা। আগুনে নজরুল কলোনির কমপক্ষে ৬০টি টিনশেড বসতঘর পুড়ে গেছে। এর সঙ্গে লাগোয়া মেরন সান স্কুল এন্ড কলেজের আসবাবপত্র পুড়ে গেছে। তবে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে বলে ওসি জানান।

ঘটনাস্থলে যাওয়া চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মেহের অসীম সারাবাংলাকে জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর কলোনির একটি বাসা থেকে দগ্ধ হাসিনা বেগমকে উদ্ধার করে ফায়ার কর্মীরা। পুলিশ তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসিনা বেগমের মেয়ে মুন্নী আক্তার সারাবাংলাকে বলেন, ‘সিলিন্ডার গ্যাসের চুলায় রান্না করার সময় হঠাৎ আগুন লাগে। তখন আমার আম্মার শরীরে আগুন ধরে যায়। আমরা দ্রুত বের হতে পারলেও আম্মা বের হতে পারেননি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/ইআ

আগুনে পুড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর