Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরাও দেখব কে কাকে রুখে দেখায়, বিএনপিকে ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৩ ১৬:৪৫

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হুমকি দিচ্ছে তারা নির্বাচন হতে দেবে না। নির্বাচনে তারা আসবে না সেটা তাদের ইচ্ছা। কিন্তু তারা রুখে দাঁড়াবে, আমরাও দেখব কে কাকে রুখে দেখায়। বাংলাদেশের জনগণকে নিয়ে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র আমরা রুখে দেব।

রোববার (১৪ মে) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় এ কথা বলেন তিনি।

সরকারবিরোধী রাজনৈতিক ঝড় আসবে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হুমকির জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ঝড় আসছে, ঝড় আসবে। এর সঙ্গে আবার আমাদের পলিটিক্যাল অপোনিয়েন্ট বিএনপির মহাসচিব বলেছেন, রাজনৈতিক ঝড় নাকি আসন্ন? আমরা অপেক্ষায় আছি দেখি রাজনৈতিক ঝড়? এটা নিশ্চয়ই মনুষ্যসৃষ্ট হবে। বিএনপি এবং তার দোসরা নাকি একটা রাজনৈতিক ঝড় সৃষ্টি করবে। সেই ঝড়ে শেখ হাসিনার সরকারের পতন হবে আমরা শুনছি এখন।

আসলে এখন এদের বাস্তবতা হচ্ছে, এখন আন্দোলন করে ঝড় তোলার কোনো সামর্থ নেই। সামর্থ নেই বলে আবার গলাবাজি দিয়ে নিজেদের অক্ষমতাকে ঢাকতে চাইছে। সেই ডিসেম্বর থেকে তাদের কত ঝড় আমরা দেখলাম।’

বিএনপি নেতাদের উদ্দেশ্যে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আমরা পরিষ্কার বলছি, বিএনপির কর্মসূচির পাল্টাপাল্টিতে আমরা নেই। আমরা আগামী নির্বাচন পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব। আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই। যে কারণে দেশে শান্তির বাতাবরণ থাকুক সেই লক্ষ্যে আমরা শান্তি সমাবেশ করব। কিন্তু তারা হুমকি দিচ্ছে নির্বাচন হতে দেবে না। নির্বাচনে তারা আসবে না সেটা তাদের ইচ্ছা। কিন্তু নির্বাচন হতে দেবে না এমন ধরনের সংকল্প তারা ব্যক্ত করছে। তারা রুখে দাঁড়াবে, আমরাও দেখবো কে কাকে রুখে দেখায়। দেশের জনগণকে নিয়ে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রস্তুত আছি। নির্বাচন পর্যন্ত আমরা সতর্ক পাহারায় থাকবো জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এখন পাঁচ সিটি নির্বাচন হচ্ছে। আমাদের সংগঠনও বিভিন্ন পর্যায়ে সদস্য সংগ্রহ, ঘরে ঘরে গণসংযোগ ও শান্তি সমাবেশ করছি; এইসব কর্মসূচি আগামী নির্বাচন পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে। এখন কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্বের কোনো অবকাশ নাই।’

ওবায়দুল কাদের বলেন, ‘যতই হুমকি দিক আমরা কিন্তু আমাদের কর্মসূচি নিয়ে অবিচল আছি। তারা যদি মনে করে আওয়ামী লীগ কচু পাতার ওপর ভোরের শিশির বিন্দু; টোকা লাগলেই পড়ে যাবে। সেই স্বপ্ন বোধ হয় এতদিনে দুঃস্বপ্নের মত হয়ে গেছে। স্বপ্ন ভঙ্গের বেদনায় মির্জা ফখরুলরা এখন পথহারা পথিকের মত দিশেহারা। আজকে তারা ভেবে পাচ্ছে না কোন কর্মসূচি দেবে।’

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত তারা চাইবে ২০১৩ ও ২০১৪ সালে তারা অবরোধের নামে সারাদেশে যে অস্থিতিশীলতার আশ্রয় নিয়েছিল। সেটা কূটকৌশল নিয়ে এগুতে পারে। কিন্তু এইবার আমরা সতর্ক আছি। যদি বাংলাদেশের শান্তি বিনষ্টে এইসব কূটকৌশলের আশ্রয় নেয় তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করবো।’

পরে আগামী ১৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দফতর বিষয়ক সম্পাদক সায়েম খানসহ কার্যনির্বাহী সদস্যরা।

সারাবাংলা/এনআর/ইআ

ওবায়দুল কাদের টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর