Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের জন্য আমার সহানুভূতি আছে: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৩ ২১:৪১

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবও একসময় সাংবাদিকতা করেছেন। কাজেই আমার সবসময় আপনাদের প্রতি সহানুভূতি আছে। আন্দোলন সংগ্রামে সবসময় আপনারাও পাশে ছিলেন, আমরাও ছিলাম।’

সোমবার (১৫ মে) বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন-উত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সব কথা বলেন।

জাপান সফর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রিফ্লেকশন অন ৫০ ইয়ারস অব ওয়ার্ল্ড ব্যাংক-বাংলাদেশ পার্টনারশিপ (বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারত্ব) শীর্ষক অনুষ্ঠান এবং যুক্তরাজ্যের রাজা-রাণীর রাজ্যাভিষেক উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান যোগদান শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

অবাধ-মুক্ত গণমাধ্যম ও দেশে বাকস্বাধীনতার অধিকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কিছুই বলি না, তারপরও শুনতে হয়, কেউ নাকি কথা বলার স্বাধীনতাই পায় না। সারাদিন মাইক লাগিয়ে বক্ততা দিয়েও অভিযোগ তোলে কথা বলতে পারে না। আমরা নাকি ভীষণভাবে টর্চার করি। আমরা নাকি কথার মুখ বন্ধ করে রাখি।

সংবাদপত্র মালিকদের ওপর সরকারি হস্তক্ষেপ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা গালি দিল বকা দিলো বিরোধিতা করে বক্তৃতা দিলো; সব শেষে বলে কথা বলতে পারি না। সেখানে আমরা আপনাদের সংবাদপত্রের কী করতে পারব? কিছু করতে গেলে আবার ওই কথা শুনতে হবে।’ সেখানে আপনাদের (সাংবাদিক) কিছু করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গণমাধ্যম মালিক যারা সবাই কিন্তু অর্থশালী-বিত্তশালী। সেজন্য মালিকদেরও তো উচিত যে সাংবাদিকদের তারা কাজ দেয়, যে সাংবাদিকদের ব্যবহার করে; তাদের ভালো-মন্দ দেখা তাদের কর্তব্য। এক্ষেত্রে মালিকদের সঙ্গে আপনাদের যা করণী করুন। আমরা আপনাদের পাশে আছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটা টেলিভিশন ছিল। আমি এতগুলো টেলিভিশন বেসরকারি খাতে দিয়েছি। পত্রিকা যথেষ্ট দেওয়া হয়েছে। এখন পত্রিকার মালিক হচ্ছে সব বেসরকারি খাত। বেসরকারি ব্যবসায়ী। সেখানে যারা কাজ করেন দায়িত্বটি তো তাদেরই। এখানে সরকারের বেশি কিছু করার সুযোগ আছে কি না আমি জানি না।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘কারণ মালিক যারা সবাই কিন্তু অর্থশালী-বিত্তশালী। সে জন্য মালিকদের উচিত যে সাংবাদিকদের তারা কাজ দেয়, যে সাংবাদিকদের তারা ব্যবহার করে তাদের ভালোমন্দ দেখাটিও তাদের একটা কর্তব্য। আমাদের তরফ থেকে যতটুকু করার আমরা তো করে যাচ্ছি।’

করোনাকালীন সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা নিশ্চয় স্বীকার করবেন সাংবাদিকদের জন্য যতটুকু সম্ভব করে যাই। এখন যারা পত্রিকার মালিক সাংবাদিকদের জন্য তাদের দায়িত্ব আছে। আমাদের দিক থেকে আমরা যা করতে পারি করব।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পাশে সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান (এফ রহমান), পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন। এছাড়াও অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার (৯ মে) রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/এনআর/একে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর