Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ধারণক্ষমতার ৬ গুণ বেশি গাড়ি: ডিএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৩ ১৭:০১

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘রাজধানীতে ধারণক্ষমতার চেয়েও প্রায় ছয়গুণ বেশি গাড়ি। যানবাহন চলাচলের কারণে তীব্র পরিবেশ দূষণ হচ্ছে। ধূলা ও হর্নের শব্দের কারণে একজন সুস্থ মানুষের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরিবেশ থাকে না।’

শুক্রবার (১৯ মে) ব্র্যাকের উদ্যোগে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারের পাশে আয়োজিত পরিবেশবান্ধব সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘পরিবেশ ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকবে। পরিবেশের সুরক্ষা ও স্বাস্থ্য ভালো রাখা দুইটাই দরকার। সাইকেল এবং হাঁটা, এ দুইটায় পরিবেশের কোনো ক্ষতি হয় না। সাইকেলের মাধ্যমে দুটি উপকার এখানে হচ্ছে। একটা হচ্ছে পরিবেশ ভালো থাকে, আরেকটা হচ্ছে স্বাস্থ্য ভালো থাকে।’

চলাচল ও শারীরিক ব্যয়ামের জন্য সাইকেল একটি উত্তম বাহন উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘কিন্তু রাস্তায় চলার জন্য উত্তম ব্যবস্থা নেই। যারা এখন টাউনশিপের ডিজাইন করছেন তাদের সাইকেলের উপযোগী করে নগরী গড়ে তুলতে হবে। সাইকেলের জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা থাকতে হবে। সাইকেল কোনো পরিবেশ দূষণ করে না। একইসঙ্গে এটি চালানোর মাধ্যমে ব্যায়ামও হয়। তাই আমাদের নগর-পরিকল্পনায় এই বিষয়টি অন্তর্ভূক্ত রাখতে হবে।’

পরে সাইক্লিস্টদের একটি বর্ণাঢ্য র‌্যালি হাতিরঝিলের পুলিশ প্লাজা, মধুবাগ ব্রিজ হয়ে অ্যাম্ফিথিয়েটারের পাশে এসে শেষ হয়। এ সময় ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ ডিএমপি ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/এমও

গাড়ি ডিএমপি কমিশনার ধারণক্ষমতা রাজধানী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর