সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
২০ মে ২০২৩ ১১:১১ | আপডেট: ২০ মে ২০২৩ ১১:১৬
ঢাকা: মৌলভীবাজারের কমলগঞ্জে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (২০ মে) ভোর ৪টা ৫০ মিনিটে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সারাবাংলাকে বলেন, ভোরের দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্রগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। রাতে ঝড়-বৃষ্টির কারণে রেললাইনের ওপর গাছ হেলে পড়ে। গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ চালাচ্ছে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
দুর্ঘটনার বিষয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের সহকারী পরিচালক মো. সোহেল রানা সারাবাংলাকে জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।
আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের পরিচালক ওমর ফারুক বলেন, শ্রীমঙ্গল স্টেশন থেকে লাইন ক্লিয়ারেন্স পেয়ে সিলেটের উদ্দেশে স্টেশন থেকে ট্রেন ছেড়ে ১০ মিনিটের পথ পাড়ি দিতেই এ ঘটনা ঘটে।
সারাবাংলা/এসবি/ইআ